মন্ত্রীদের জেলে যাওয়ার ইঙ্গিত দিয়েছিলাম, এবারে পিসি ভাইপোর দুর্নীতি প্রকাশ্যে আসা এবং এনআরসি বলবৎ হওয়ার কথা জানালাম : শুভেন্দু অধিকারী।

0
58

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  নদীয়ার নাকাশিপাড়া ভারতীয় জনতা পার্টি আঞ্চলিক কার্যালয় উদ্বোধনে এলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নাকাশিপাড়া মন্ডল এর সাংগঠনিক এক সভায় তৃণমূল থেকে শতাধিক সংখ্যালঘু বিজেপিতে যোগদান করেন তার হাত থেকে ভারতীয় জনতা পার্টির পতাকা নিয়ে। এদিন বিরোধী দলনেতা নদীয়া এবং রাজ্যের বিষয় নিয়ে বক্তব্যের প্রথম থেকেই ছিলেন উত্তেজিত।
তিনি দৃঢ়তার সাথে বলেন লোকসভা নির্বাচনের আগে এনআরসি অবধারিত। সেই সাথে রোহিঙ্গাদের ভারতে প্রবেশ করানো শাজাহান শেখ প্রসঙ্গে তিনি বলেন সিপিআইএমের হাতে খড়ি ২০১৩ তে তৃণমূলে আসা, সম্প্রতি পঞ্চায়েত নির্বাচনে ৬৪ হাজার ভোট একাই পেয়েছেন বিরোধীরা মাত্র বারোশো । দেশের মধ্যে এমনকি বিদেশেও আন্তর্জাতিক সন্ত্রাসবাদীদের সাথে তার যোগাযোগ।
আজ সকালে সন্দেশখালি প্রসঙ্গে তিনি বলেন, অবিলম্বে রাজ্যপালের উচিত রাষ্ট্রপতির শরণাপন্ন হওয়া । এর আগেও সাত হাজারেরও বেশি অভিযোগ জমা পড়া সত্ত্বেও, তিনি নিরব ছিলেন তবে এখন আর চুপ থাকলে হবে না শুধুমাত্র সংবাদ মাধ্যমে একটি প্রতিক্রিয়া যথেষ্ট নয় ব্যবহার করতে হবে সর্বোচ্চ ক্ষমতা। ইডি সিবিআই আক্রান্ত সংবাদ মাধ্যমের দৃষ্টি এড়িয়ে যাওয়া এ ধরনের বেশ কিছু ঘটনা তিনি উল্লেখ করেন।
নদীয়া প্রসঙ্গে, তিনি প্রথমেই বলেন স্বাধীনতার সময় নদীয়ার একটি বড় অংশ ছিল পাকিস্তানের মধ্যে জেলার রানীমার সাথে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জী উচ্চপর্যায়ে কথা বলে তা ফিরিয়ে আনেন, আর সেই স্থানের সাংসদ লোকসভা সহ দেশের বিভিন্ন তথ্য পাচার করছে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদীদের কাছে। মহুয়া মৈত্রের তিহার জেলে থাকা উচিত। বারাসাতের এসপিকে দিয়ে রাজ্য পুলিশ ট্র্যাপ করাচ্ছে বিভিন্ন কল রেকর্ডিং আর তাই ফাঁস করছে মহুয়া এর পেছনে সরাসরি রয়েছে মুখ্যমন্ত্রী । তবে সময় আর বেশি নেই খেলা প্রায় শেষের দিকে, তিনি হলফ করে বলেন এর আগেও, রাজ্যের বিভিন্ন মন্ত্রীদের জেলে যাওয়ার ইঙ্গিত দিয়েছিলাম, এবারে পিসি ভাইপোর দুর্নীতি প্রকাশ্যে আসা এবং এনআরসি বলবৎ হওয়ার কথা জানালাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here