হাজারো ব্যস্ততার মাঝেও শনিবার সন্ধ্যায় মুকুটমনিপুর মেলার শেষ দিনে গানে-গানে মানুষের মন জয় করলেন দক্ষ ও ব্যস্ততম প্রশাসক হিসেবেই পরিচিত খাতড়ার মহকুমাশাসক নেহা বন্দ্যোপাধ্যায় ।

আবদুল হাই, বাঁকুড়াঃ হাজারো ব্যস্ততার মাঝেও শনিবার সন্ধ্যায় মুকুটমনিপুর মেলার শেষ দিনে গানে-গানে মানুষের মন জয় করলেন দক্ষ ও ব্যস্ততম প্রশাসক হিসেবেই পরিচিত খাতড়ার মহকুমাশাসক নেহা বন্দ্যোপাধ্যায় ।
খাতড়া শহরের বিভিন্ন অনুষ্ঠানে একাধিকবার তাঁর গান শোনার সুযোগ পেয়েছেন অনেকেই। অতি সম্প্রতি ‘সঙ্গীতের শহর’ বিষ্ণুপুরের মানুষের মনও ‘গানে গানে’ জয় করা শেষে শনিবাসরীয় সন্ধ্যায় মুকুটমনিপুর মেলার সাংস্কৃতিক মঞ্চে তিনি যখন মাইক্রোফোন হাতে সূরের ঝড় তুলছেন তখন দর্শকাসনে অসংখ্য দর্শক। একাধিক গান গেয়ে তিনি মঞ্চ ছেড়ে আসার পরেও উপস্থিত মানুষের হাততালির রেশ শেষ হতেই চাইছিলনা। ব্যতিক্রমী এই সংস্কৃতি মনস্ক মহকুমাশাসককে পেয়ে খুশী খাতড়ার মানুষ। তাঁর হাত ধরেই সংস্কৃতি চর্চার ক্ষেত্রে খাতড়া আরো অনেকখানি এগিয়ে যাবে বলে অনেকে মনে করছে
তবে প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি যেভাবে গান গেয়ে মেলার শেষ দিনে সকলকে আপ্লুত ও আনন্দিত করলেন এই চেষ্টাকে কুর্নিশ জানিয়েছে সকলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *