আবদুল হাই, বাঁকুড়াঃ – বাঁকুড়া জেলার বিষ্ণুপুর যদু ভট্ট মঞ্চে অনুষ্ঠিত হল একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও রক্তদান শিবির।
এই স্বাস্থ্য পরীক্ষা এবং রক্তদান শিবিরের আয়োজন করেছিলেন,
স্বস্তিক কনস্ট্রাকশন ও ওয়েস্ট বেঙ্গল হিউম্যান ওয়েলফেয়ার এন্ড নেচার অর্গানাইজেশন।
এই শিবিরের পঞ্চাশ জন রক্তদাতা রক্তদান করেছেন এবং বহু মানুষ তাদের স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন।
স্বাস্থ্য পরীক্ষা করতে আসা সাধারণ মানুষদের চক্ষু,দাঁত ,ব্লাড সহ অন্যান্য পরীক্ষা করা হয় । আশেপাশের মানুষেরা স্বাস্থ্য পরীক্ষা শিবির সকাল সকাল চলে আসেন। এদিনের স্বাস্থ্য পরীক্ষা শিবিরে বিশেষজ্ঞ ও চিকিৎসকরা উপস্থিত ছিলেন। স্বাস্থ্য পরীক্ষা শিবিরে আসা মানুষেরা জানান, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা হওয়ায় খুবই খুশি। আরও বলেন, মাঝে মাঝে এই ধরনের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির হলে আমারা খুবই উপকৃত হব।
Leave a Reply