বর্তমানে দুর্মূল্যের বাজারে এক টাকায় চা বিক্রি করে তাক লাগিয়ে দিয়েছেন কল্যাণী বিদ্যাসাগর কলোনির এক চা দোকানি ।

0
236

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- শীতকাল একটু শরীরকে চাঙ্গা করতে এক কাপ গরম চা যথেষ্ট। শরীরের উষ্ণতা আনতে এক কাপ চা যথেষ্ট, এক কাপ চা মুখে তুলতে মনে পড়ে যায় অনেক কিছু। বর্তমানে দুর্মূল্যের বাজারে এক টাকায় চা বিক্রি করে তাক লাগিয়ে দিয়েছেন কল্যাণী বিদ্যাসাগর কলোনির এক চা দোকানি । এই দুর্মূল্যের বাজারে ঘটনাটি অবিশ্বাস মনে হলেও বিশ্বাস না করে উপায় নেই। এই চা দোকানি দীর্ঘ প্রায় ২১ বছর যাবত এক টাকায় চা বিক্রি করে আসছেন। এমনটাই দাবি করেছেন তাঁর দোকানে চা খেতে আসা খদ্দেররা।
স্থানীয় সূত্র ও চা দোকানির সঙ্গে কথা বলে জানা গেছে, তিনি এ ভাবে চা বিক্রি করছেন।পরিবারে রয়েছে তাঁর দুই মেয়ে আর স্বামী। এভাবেই সততার সঙ্গে এক টাকায় চা বিক্রি করে দিন গুজরান করছেন এই চা দোকানি।রাস্তার ধারে টালির কুঁড়েঘরে বসে ধোঁয়া উড়িয়ে প্রতিদিন তাঁকে চা বিক্রি করতে দেখা যায় বিদ্যাসাগর কলোনির এক কোণে। দারিদ্র্য তাঁর নিত্যসঙ্গী। কিন্তু তাতে কি আসে যায়। তাঁর সঙ্গে কথা বলে জানা গেছে, ‘হে দারিদ্র্য তুমি করিয়াছো মোরে মহান’, এভাবেই তিনি জীবনের পথ হাঁটছেন। একদিকে যখন সমাজ দুর্নীতিতে ছেয়ে গেছে, তখন এক টাকায় চা বিক্রি করে এই গরিব চা দোকানি দেশে দৃষ্টান্ত স্থাপন করেছেন এক আদর্শ জীবন হিসেবে। এমনটাই মনে করেন সাধারণ মানুষ। তাই সকাল, বিকেল হতে না হতেই দূর-দূরান্ত থেকে সকলে এসে ভিড় জমায় এই চা দোকানির এক টাকার চায়ে চুমুক দিতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here