শান্তিপুরের বিধায়ক ডক্টর ব্রজো কিশোর গোস্বামীর হাত ধরে শতাধিক বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে ।

0
237

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  বিজেপির ,পঞ্চায়েত সদস্যের হাত ধরে ১০০ জন বিজেপি কর্মী সমর্থক যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে । নদীয়ার শান্তিপুর বাবলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ৫৫ নম্বর বুথের ,বিজেপি মেম্বার তারা বাবুরায় শান্তিপুরের বিধায়ক ডক্টর ব্রজো কিশোর গোস্বামীর হাত ধরে শতাধিক বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে । ২৪ এর লোকসভা নির্বাচনের আগে বিজেপি থেকে তৃণমূলে যোগদান যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল । এদিন তৃণমূলে যোগদান করে রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকারের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন পঞ্চায়েত মেম্বার তারা বাবুরায় । তিনি জানান তাকে প্রধান পদের লোভ দেখিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা জানান সাংসদ। তারপর ভোট প্রক্রিয়া চলাকালীন প্রায় এক মাস তাকে সাংসদের বাড়িতে পরিবারসহ গৃহবন্দী করে রাখা হয় । কিন্তু কালের নিয়মে বাবলা পঞ্চায়েতের প্রধান হন অন্য আরেকজন বিজেপি মেম্বার । তবে পরবর্তীতে জগন্নাথ সরকারকে বারবার জিজ্ঞাসা করলেও কোনরকম কথা বলার প্রয়োজন মনে করেননি সাংসদ। অবশেষে ধৈর্যের বাঁধ ভেঙে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন পঞ্চায়েত মেম্বার তারা বাবুরায় । তিনি জানান, তিনি সাধারণ মানুষের জন্য, কাজ করার প্রতিশ্রুতিবদ্ধ । সাধারণ মানুষ তাকে এলাকার উন্নতিকল্পে কাজ করার জন্য ভোট দিয়ে ভোটে জিতিয়েছেন । কিন্তু সাংসদ জগন্নাথ সরকার কোন রকম কাজ তাকে করতে দিচ্ছিল না। এমনকি পঞ্চায়েতে গিয়েও তিনি কোন কাজ পাচ্ছিলেন না ।এলাকার উন্নতিকল্পে তাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাজকর্মকে সঙ্গে নিয়ে ,আগামী দিনে সাধারণ মানুষের জন্য কাজ করবেন। তাই তৃণমূল কংগ্রেসে এই যোগদান। এই যোগদান প্রসঙ্গে বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী জানান, বিগত দিনে তিনি বিজেপি থেকে জয়লাভ করলেও বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন সেবামূলক কাজ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বের উপর ভরসা করেই ,সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার জন্য তারা বাবুরায় আজ তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন । শুধু তাই নয় সাংসার জগন্নাথ সরকার তাদেরকে যে মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিল তার কোনরকম কোন কাজ হয়নি তাই এই যোগদান। ভবিষ্যতে বাবলা গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের প্রধান হবে ,তার জন্য যা যা প্রশাসনিক কাজকর্ম রয়েছে তা পর্যায়ক্রমে শুরু করা হবে। যেহেতু প্রধান সিটটি তপশিলি উপজাতি সংরক্ষিত আসন ,তাই তৃণমূলের সেই আসনে কোন প্রার্থী দেওয়া হয়েছিল না। বর্তমানে তারাবাবু রায় যোগদান করায় তৃণমূল প্রধান পদপ্রার্থী পেয়ে গেছে । ভবিষ্যতে বাবলা গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের দখলেই আসতে চলেছে সেটা শুধু সময়ের অপেক্ষা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here