বেআইনি শিক্ষক নিয়োগ গ্রেপ্তার প্রাক্তন ডিআই ও প্রধান শিক্ষক।

0
110

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বেআইনি ভাবে শিক্ষক নিয়োগের মামলায় সিআইডির হাতে ধরা পড়লেন প্রাক্তন ডি আই এবং পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের খামারচক হাই স্কুলের প্রধান শিক্ষক অশোক কুমার হাটুয়া। বুধবার সিআইডি তমলুকের খামারচক হাই স্কুলের প্রধান শিক্ষক অশোক কুমার হাটুয়া এবং পূর্ব মেদিনীপুরের প্রাক্তন ডিআই (মাধ্যমিক) চাপেশ্বর সর্দার কে গ্রেপ্তার করে। হাইকোর্টের নির্দেশে পূর্ব মেদিনীপুর জেলার বর্তমান ডিআই শুভাশিস মিত্র তমলুক থানায় এফআইআর করেছিলেন। সেই এফআই আর এ তৎকালীন ডিআই স্কুলের প্রশাসক এবং প্রধান শিক্ষকের নাম ছিল। প্রধান শিক্ষক অশোক কুমার হাটুয়া তার ভাইপো শুভেন্দু হাটুয়াকে নিজের স্কুলের নিয়ম বহির্ভূতভাবে ২০১৭ সালে নিয়োগ করে। সেই ঘটনায় সিআইডি এই দিন প্রধান শিক্ষক ও তৎকালীন ডিআইকে গ্রেফতার করে। দুজনকে বৃহস্পতিবার তমলুক জেলা আদালতে তোলা হয়। সিআইডি তরফ থেকে জানানো হয়েছে ১৪ দিনের জন্য নিজেদের হেফাজতের নেওয়ার আবেদন জানিয়েছে জেলা আদালতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here