পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- স্বামী বিবেকানন্দের ১৬২ জন্মজয়ন্তী উপলক্ষে শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর পৌরসভার ৩৪ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কাউন্সিলর অপূর্ব ঘোষের উদ্যোগে অনূর্ধ্ব ১৩ ডিউস ক্রিকেট প্রতিযোগিতা আয়োজন করা হয়,হিজলি কোঅপারেটিভ সোসাইটির ময়দানে জয়ী দলকে ট্রফি এবং খেলোয়াড়দের স্বামী বিবেকানন্দের প্রতিকৃতি তুলে দেওয়া হবে।
অপূর্ব ঘোষ বলেন, বাচ্চারা মন দিয়ে খেলাধুলা করুক ।এর ফলে তাদের মন ও শরীর দুটোই ভালোভাবে গঠন হবে। স্বামী বিবেকানন্দ শরীর চর্চার উপর জোর দিয়েছিলেন। আমরা এই আদর্শকে সামনে রেখেই ছোটদের জন্য এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছি।
শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর পৌরসভার ৩৪ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কাউন্সিলর অপূর্ব ঘোষের উদ্যোগে অনূর্ধ্ব ১৩ ডিউস ক্রিকেট প্রতিযোগিতা আয়োজন করা হয়।

Leave a Reply