দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- সাঁতারে অভাবনীয় সাফল্যের মধ্যে দিয়ে ১২ টি সোনা জয় বালুরঘাট শহরের একটি নামি বেসরকারি ইংলিশ মাধ্যম স্কুলের। কেন্দ্র সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রকের সহযোগিতায় দিল্লিতে গত ৪- ৮ জানুয়ারি এই প্রতিযোগিতা হয়। সেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ওই স্কুলের ছেলে মেয়েরা অংশ নিয়েছিল। বালুরঘাট থেকেও অংশ নেয় এই স্কুলের প্রতিযোগিতা। সাঁতার, ব্যাডমিন্টন, দৌড়, লম্ফন সহ একাধিক বিষয় ছিল। সেখানে ১২ টি সোনা, ৩ টি রুপো এবং ১ টি ব্রোঞ্জ জয়লাভ করে এখানকার প্রতিযোগিরা। এই প্রতিযোগিতায় একাদশ শ্রেনীর ছাত্র অনুর্ধ ১৯ বিভাগে পূর্বায়ন ঘোষ একাই ৬ টি সোনা জয় করেন। বৃহস্পতিবার এই প্রতিযোগিদের স্কুলে সম্বর্ধনা দেওয়া হয়।
১২ টি সোনা জয় বালুরঘাট শহরের একটি নামি বেসরকারি ইংলিশ মাধ্যম স্কুলের।

Leave a Reply