নিজস্ব সংবাদদাতা,বাঁকুড়াঃ- বাঁকুড়া জেলার শুশুনিয়া পাহাড় পশ্চিমবঙ্গের অন্যতম একটি পর্যটন ক্ষেত্র। শীতকালীন মরসুমে শুশুনিয়া পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্যের টানে ভিড় জমান দূর দূরান্তের পর্যটকরা। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষামূলক ভ্রমণের জন্য বেছে নেন এই শুশুনিয়া পাহাড়। ঐতিহাসিক ও ভৌগোলিক সমৃদ্ধিতে ঘেরা শুশুনিয়া পাহাড়ে আজ শনিবার সকালে শিক্ষামূলক ভ্রমণে এল পুরুলিয়া জেলার নিতুড়িয়া ব্লকের বড়তড়িয়া উচ্চ বিদ্যালয়। আজ সাতসকালেই ওই বিদ্যালয়ের সপ্তম থেকে দশম শ্রেণীর ৬৫ জন পড়ুয়া সহ বেশ কিছু শিক্ষক শিক্ষিকা শুশুনিয়া পাহাড়ের উদ্দেশ্যে রওনা হন। খেলাধুলা ও ভ্রমণ শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ। এই দৃষ্টিভঙ্গিকে কাজে লাগিয়ে এই শিক্ষামূলক ভ্রমণের আয়োজন বলে জানান এক শিক্ষক। সারাদিন ভ্রমণ ও বনভোজন সেরে বিকালে বিদ্যালয়ের দিকে রওনা হয় তারা। এই প্রসঙ্গে ওই বিদ্যালয়ের ইতিহাসের শিক্ষক ভৈরব হালদার বলেন আমাদের বিদ্যালয় থেকে প্রতি বছর ছাত্রদের শিক্ষামূলক ভ্রমণে নিয়ে যাওয়া হয়, শিক্ষামূলক ভ্রমণের মাধ্যমে ছাত্রদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে তাই এই আয়োজন।