স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে দ্বিতীয় দিনে প্রকৃতি রক্ষার কথা মাথায় রেখে মানুষের হাতে তুলে দেওয়া হয় পেয়ারা আমলকি সহ বিভিন্ন ফলকর গাছের চারা।

0
256

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট কুখাবাড় সরস্বতী ক্লাব ও G-STAR ক্লাবের উদ্যোগে স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে দ্বিতীয় দিনে প্রকৃতি রক্ষার কথা মাথায় রেখে মানুষের হাতে তুলে দেওয়া হয় পেয়ারা আমলকি সহ বিভিন্ন ফলকর গাছের চারা। স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করে তারপরে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। বর্তমান সমাজে যেভাবে বৃক্ষ নিধন চলছে তা বন্ধ করার বার্তা নিয়ে বিভিন্ন ফলের চারা গাছ তুলে দেওয়ার পাশাপাশি বর্তমান সময়ে দেখা যায় ব্লাড ব্যাংক গুলিতে রক্তের অভাব, রক্তের চাহিদা থাকলেও অনেক সময় রক্তসংকট হয়ে থাকে ব্লাড ব্যাংক গুলিতে। আর সেই রক্তের ঘাটতি মেটাতে রক্তদান শিবিরের আয়োজন করে এই ক্লাব। নিজেদের শরীরের মূল্যবান রক্ত দিতে মহিলারাও পিছিয়ে নেই। বহু মানুষ রক্তদান শিবিরের অংশ গ্রহণ করেন এবং তাদের মধ্যেই বিভিন্ন ফলকর চারা গাছ বিলিয়ে দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here