কোলাঘাট-পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- হিন্দু ক্যালেন্ডার অনুসারে, পবিত্র মকর সংক্রান্তি পালিত হচ্ছে ১৫ জানুয়ারি। জ্যোতিষশাস্ত্র অনুসারে, মকর সংক্রান্তির দিনে স্নান ও সূর্যার্ঘ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এ দিনে সূর্য দেবতাকে পুজো করে, গঙ্গায় স্নান করে, বা বাড়ির কাছে যে কোনও নদীতে ডুব দিয়ে সূর্য়প্রনাম করেন সকলেই। মকর সংক্রান্তির দিন প্রতি বছরই বিভিন্ন জায়গার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের রূপনারায়ন নদীর পাড়ে জেলার বিভিন্ন প্রান্তের মানুষ জন সকাল থেকেই ভিড় জমায় নদীর পাড়ে। বিভিন্ন জায়গা থেকে কোলাঘাটের গৌরাঙ্গ ঘটে রূপনারানের নদীর পাড়ে পূর্ণ স্নান করতে আসেন। করা নিরাপত্তায় চলছে কোলাঘাটের গৌরাঙ্গ ঘাটে পূর্ণ্যার্থীদের স্নান।