দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের প্রাক্তন সভাপতি কমরেড মাগদালীনা মুর্মু র প্রয়াণ।

0
16

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- সি পি আই (এম) বংশীহারী এরিয়া কমিটির সদস্য, জেলা কমিটির প্রাক্তন সদস্য,গনতান্ত্রিক মহিলা সমিতির প্রাক্তন সভানেত্রী ও দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের প্রাক্তন সভাপতি কমরেড মাগদালীনা মুর্মু রবিবার মধ্য রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে গঙ্গারামপুর হাসপাতালে প্রয়াত হন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৫৯ বছর। সোমবার সকালে প্রয়াত নেত্রীর ডিটলহাটের বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানান পার্টির ভারপ্রাপ্ত জেলা সম্পাদক নন্দলাল হাজরা, জেলা নেতৃত্ব গৌতম গোস্বামী,মহিলা নেত্রী সর্বানি নিয়োগী, মোসাদ্দেক হোসেন সহ অন্যান্যরা। মাগদালীনা গরিব কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। পরিবারের আর্থিক দুরবস্থার মধ্যদিয়েও মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন। ছোট বেলা থেকেই পরিশ্রম করে উপার্জন করতে হতো তাকে । কৃষক আন্দোলন ও মহিলা ফ্রন্টের সঙ্গে যুক্ত হয়ে তিনি ১৯৯৩ সালে পার্টি সদস্যপদ পান। বংশীহারী ব্লকের শিবপুর পঞ্চায়েতে জয়ী হয়ে ১৯৯৮ – ২০০৩ সাল পর্যন্ত উপপ্রধান, ২০০৩ – ২০০৮ সাল পর্যন্ত প্রধানের দ্বায়িত্ব পালন করেন। ২০০৮ – ২০১৩ সাল পর্যন্ত দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের জেলা সভাপতির দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করেন। প্রয়াত নেত্রী তপ:উপজাতি সম্প্রদায়ভুক্ত হলেও তিনি সকল সম্প্রদায়ের মানুষের সঙ্গে অতি সহজেই মেলামেশা করতেন। তিনি অতি সহজ সরল জীবন যাপন করতেন। কয়েক বছর আগে তার স্বামী প্রয়াত হন। কোন সন্তান ছিল না। সম্প্রতি ডিটলহাটের বাড়িতে বোনের কন্যার সহিত বসবাস করতেন। মাগদালীনা মুর্মু পরিশ্রমী ছিলেন। পার্টি ও গনসংগঠনের আনদোলনে তিনি সক্রিয় ভূমিকায় থাকতেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here