রাজ্য পর্যটন দপ্তরের অধীনে আলিপুরদুয়ার জেলার মাদারিহাটের জলদাপাড়া টুরিস্ট লজে বেড়াতে আসা পর্যটকদের জন্য এমনি অভিনব আয়োজন করেছে লজের কর্মীরা।

0
686

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- পর্যটকদের জন‍্য পৌষ সংক্রান্তির দিন পিঠে পুলির আয়োজন করা হল।পৌষ সংক্রান্তির দিনে পিঠেপুলির স্বাদ উপভোগ করলেন ডুয়ার্সের জঙ্গলে বেড়াতে আসা পর্যটকেরা। রাজ্য পর্যটন দপ্তরের অধীনে আলিপুরদুয়ার জেলার মাদারিহাটের জলদাপাড়া টুরিস্ট লজে বেড়াতে আসা পর্যটকদের জন্য এমনি অভিনব আয়োজন করেছে লজের কর্মীরা। সোমবার প্রাত:রাশে পর্যটকদের জন্য থাকছে পাটি সাপটা, দুধকুলি ও ভাপা পিঠে । সঙ্গে থাকছে পায়েসও । এক প্লেটে থাকবে দুটো পাটি সাপটা , একটা দুধকুলি ও একটা ভাপা পিঠে । সঙ্গে সুস্বাদু পায়েসও। জানা গিয়েছে, শীতের এই সময়ে প্রচুর বাঙালি অবাঙালি পর্যটক জঙ্গলে বেড়াতে আসে । বাইরে জঙ্গল ভ্রমনের সময় বিশেষ করে বাঙালি পর্যটকরা পিঠে খাওয়ার স্বাদ থেকে অনেকেই বঞ্চিত হন। সেই বঞ্চনা দূর করতে পর্যটন দপ্তরের জলদাপাড়া টুরিস্ট লজ পর্যটকদের জন্য হরেক রকমের পিঠের আয়োজন করা হয়েছে।এদিকে সোমবার পৌষ সংক্রান্তির দিন সেই পিঠেপুলির স্বাদ পেয়ে উচ্ছাসিত পর্যটকেরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here