নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুর : – গত অক্টোবর ২০২৩ এ দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের নতুন গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতার বিরুদ্ধে এক আদিবাসী ধর্ষণের মিথ্যা অভিযোগ করা হয় বলে বিজেপির অভিযোগ। সেই ঘটনাতেই ১৮/১০/২০২৩ তারিখে বুটুন গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতাকে গ্রেফতার করা হয়। বিজেপির অভিযোগ নতুন গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতার এলাকাটি পরপর দুবার বিজেপি দখল করেছে। সেই আক্রশে ভোটে না জিততে পেরে বিরোধী দলনেতার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস মিথ্যা অভিযোগ করে বলে বিজেপির অভিযোগ। সেই ঘটনাতেই আজ ১৮/১/২০২৪ তারিখে বটুন গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা শান্তনু চক্রবর্তী জামিনে ছাড়া পেলে। বিজেপির পক্ষ থেকে তাকে ফুল মালা পরিয়ে বরণ করে নেওয়া হয় বালুরঘাটে বিজেপি জেলা কার্যালয়ে। মিথ্যা মামলা হওয়ার পর থেকে বিজেপি জেলা নেতৃত্ব শান্তনু বাবুর পাশে থাকার কারণে শান্তনু বাবু বিজেপির জেলা নেতৃত্বকে ধন্যবাদ জানিয়েছেন।