পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- শহর বর্ধমানের একটি ঐতিহ্যবাহী উৎসব মাঘ উৎসব। গুটি গুটি পায়ে এ বছর দশম তম বর্ষে পদার্পণ করল এই উৎসব। এই মাঘ উৎসবের ট্যাগলাইন হলো শিকড়ের টানে মাটির গানে। প্রতিবছর খ্যাতনামা শিল্পীরা এই মাঘ উৎসবে লোকসংগীত এর মধ্য দিয়ে দর্শকদের মন জয় করেন। এ বছর মাঘ উৎসব শুরু হচ্ছে একুশে জানুয়ারি থেকে এবং চলবে ২৮শে জানুয়ারি পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারপারসন কাকলি তা গুক্ত,পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহকারী সভাধিপতি গার্গী নাহা সহ বিশিষ্ট ব্যক্তিত্ব।বাইশে জানুয়ারি মাঘ উৎসব মঞ্চে উপস্থিত থাকবেন তন্ময় কর অ্যান্ড ফ্রেন্ডস, ২৩ শে জানুয়ারি উপস্থিত থাকছেন নন্দী সিস্টার্স, ২৪ শে জানুয়ারি উপস্থিত থাকছেন সারেগামাপা খ্যাত অনন্যা চক্রবর্তী,২৫শে জানুয়ারি উপস্থিত থাকছেন অতি শিল্পী সুরজিৎ ও বন্ধুরা, ২৬শে জানুয়ারি উপস্থিত থাকছেন অতি শিল্পী উর্মি চৌধুরী, এবং ২৭ ও ২৮ শে জানুয়ারি উপস্থিত থাকবেন সারেগামাপা খ্যাতো গুরু জিৎ সিং ও ফকিরা ব্যান্ড।
বর্ধমানে শুভ উদ্বোধন হলো মাঘ উৎসবের।

Leave a Reply