উত্তর দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- উন্নয়ন না করে রাম মন্দির নিয়ে রাজনীতি করছে ও লোকসভা ভোট প্রচারের ময়দানে নেমে পড়েছে বিজেপি ও মোদি। রাম সবারই দেবতা, রামকে নিয়ে রাজনৈতিক করা কাম্য নয়। রামকে আমরা পূজা করি শ্রদ্ধা করি অন্যান্য ধর্মের মানুষ অদ্ধা করে। রাম মন্দির নিয়ে রাজনীতিক করছে বিজেপি ও মোদি। সংহতি যাত্রা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রণায় তৃণমূল কংগ্রেসের পক্ষে উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ এর বিবেকানন্দ মোর অবস্থিত শহর তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস প্রাঙ্গণ থেকে রাম মন্দিরের উদ্বোধনের দিনই TMC-র সংহতি যাত্রা শুরু করে। এই মিছিলে পা মিলিয়ে ছিলেন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি নিতাই বৈশ্য, শহর সভাপতি রাজীব সাহা,পৌরপতি রামনিবাস সাহা,জেলা পরিষদের সদস্য রামদেব শাহানি, তৃণমূল কংগ্রেসের যুবনেতা সঞ্জয় বর্মন, শিক্ষা সেলের নেতা এইজাবুল হক, তৃণমূলের নেতা অমিত সাহা সহ অন্যান্যরা। কোলকাতার কালীঘাট মন্দিরে পুজো দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় সংহতি যাত্রা শুরু করে।
অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের দিন মমতার কলকাতায় সংহতি মিছিল নিয়ে গোড়া থেকেই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।