দুবরাজপুরে ব্লক ও শহর তৃণমূল কংগ্রেসের ডাকে সম্প্রীতি সভা ও সম্প্রীতি যাত্রা অনুষ্ঠিত হলো দুবরাজপুর শহরে।

0
137

দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- রাম মন্দির উদ্বোধনের দিনেই সম্প্রীতির বার্তা দিতে কলকাতায় সংহতি মিছিলের ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি রাজ্যের বিভিন্ন ব্লক এলাকায় তৃণমূলের পক্ষ থেকে এই মিছিল করার নির্দেশ দিয়েছিলেন। তাই আজ দুবরাজপুরে ব্লক ও শহর তৃণমূল কংগ্রেসের ডাকে সম্প্রীতি সভা ও সম্প্রীতি যাত্রা অনুষ্ঠিত হলো দুবরাজপুর শহরে। এদিন বৈকালে সর্বধর্ম সমন্বয়ে সম্প্রীতি সভা অনুষ্ঠিত হলো পথিকৃৎ ময়দানে। এই সভা মঞ্চে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মগুরুরা হাজির ছিলেন। সেখানে প্রত্যেক ধর্মগুরু তাঁদের মূল্যবান বক্তব্য তুলে ধরেন। সবশেষে সেখান থেকে সম্প্রীতি যাত্রা শুরু হয়ে দুবরাজপুর পৌরসভার কাছে শেষ হয়। এদিন উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সহ সভাপতি মলয় মুখার্জি, তৃণমূলের দুবরাজপুর শহর সভাপতি স্বরূপ আচার্য, তৃণমূলের দুবরাজপুর ব্লকের যুগ্ম আহ্বায়ক অরুণ চক্রবর্তী ও রফিউল হোসেন খান, দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযূষ পাণ্ডে, উপ পৌরপ্রধান মির্জা সৌকত আলী, পঞ্চায়েত সমিতির সভাপতি বুদ্ধদেব হেমব্রম, দুবরাজপুর পৌরসভার কাউন্সিলার, দুবরাজপুর ব্লক এলাকার অঞ্চল সভাপতি এবং বিভিন্ন ধর্মের মানুষজন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here