পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ – সর্ব ধর্ম সমন্বয়ে ২২ শে জানুয়ারি সংহতি যাত্রার ডাক ভোট দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই তৃণমূল কংগ্রেসের সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ২২শে জানুয়ারি সংহতি যাত্রার মিছিল অনুষ্ঠিত হচ্ছে। সেইমতো বর্ধমান শহরেও অনুষ্ঠিত হলো সংহতি যাত্রা। এই সংহতি যাত্রায় পা মিলিয়ে ছিলেন হিন্দু,মুসলিম, শিখ ও খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষরা। শহর বর্ধমানের বড়নীলপুর মোড় থেকে কার্জন গেট পর্যন্ত হয় এই মিছিল।এই মিছিলে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জী, বর্ধমান দক্ষিনের বিধায়ক খোকন দাস, তৃণমূল কংগ্রেস নেতা দেবু টুডু, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাসবিহারি হালদার, বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তন্ময় সিংহ রায় সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব।