পক্ষী সুমারী শুরু হলো বাঁকুড়ার মুকুটমনিপুরে।

0
478

আবদুল হাই, বাঁকুড়াঃ – বিগত কয়েক বছরের ধারাবাহিকতা মেনে চলতি বছরেও পক্ষী সুমারী শুরু হলো বাঁকুড়ার মুকুটমনিপুরে। একটি স্বেচ্ছাসেবী সংস্থা ও বনদপ্তরের যৌথ উদ্যোগে পরিযায়ী পাখি সুমারী শুরু হলো বলে জানা গেছে।

প্রসঙ্গত, ফি বছর শীতের এই দিন গুলিতে অসংখ্য পরিযায়ী পাখি মুকুটমনিপুর জলাধারে আসে। স্বাভাবিক নিয়মে শীত শেষে তারা ফিরেও যায়। আর এখানে ঐ সব পাখি অবস্থানকালে গত বছর থেকে গণণার কাজ শুরু হয়েছে। এদিনের গণণায় প্রায় ২০ রকম প্রজাতির পাখির খোঁজ মিলেছে বলে ঐ স্বেচ্ছাসেবী সংস্থার তরফে জানানো হয়েছে ।

বনদপ্তরের এডিএফও অসিত কুমার দাস বলেন, মঙ্গোলিয়া ও সাইবেরিয়া থেকে এখানে আসা পাখির সন্ধান মিলেছে। একই সঙ্গে গত পাঁচ বছর ধরে এই পক্ষী গণণা চলছে বলে তিনি জানান।

স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য অনির্বাণ পাত্র বলেন, গত বছরের তুলনায় এবার এখানে আসা পরিযায়ী পাখির সংখ্যা তুলনায় কম। এর পিছনে পরিবেশ দূষণ ও জলাধারে মাছের সংখ্যা কম হওয়াকেই তিনি দায়ী করছেন বলে জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here