নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- নদীয়ায় এক শীতবস্ত্র দান অনুষ্ঠানে এসে রাজ্যের মুখ্যমন্ত্রীকে তীব্র ভাষায় কটাক্ষ করলেন বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারী। মঙ্গলবার বিকেলে নদীয়ার ফুলিয়ার বেলঘড়িয়া ১ নম্বর পঞ্চায়েতের শীতলা তলা এলাকায় অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের উদ্যোগে এক বস্ত্র দান অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারী। সেখানেই তাকে সিএএ নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, মতুয়া সম্প্রদায় এবং সমস্ত হিন্দু সম্প্রদায়ের মানুষদের জেনে রাখা উচিত, তাদের নাগরিকত্বের পথে প্রধান অন্তরায় বিজেপি ব্যতীত সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলি। তারা সুপ্রিম কোর্টে পর্যন্ত গিয়েছেন, তাতে সিএএ আটকানো যাবে না, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কথা দিয়েছেন লোকসভা নির্বাচনের আগেই অতি দ্রুত সিএএ বাস্তবায়িত হবে। যদিও রাজ্যে সহ তার বিধানসভায় রেশন দুর্নীতি নিয়ে তিনি বলেন, যারা এই রেশন দুর্নীতির সাথে যুক্ত তাদেরকে আমি সতর্ক করে দিতে চাই, আপনারা যা করেছেন তার কোন ক্ষমা নেই। আমি এর শেষ দেখে ছাড়বো, কেউ রেহাই পাবে না। অন্যদিকে গতকাল রাম মন্দিরের উদ্বোধনের দিন মুখ্যমন্ত্রীর সংঘতি যাত্রা নিয়ে তাকে প্রশ্ন করলে তিনি বলেন, এ রাজ্যের মুখ্যমন্ত্রী পাগল রানী, হীরক রানী, বাংলার মানুষ এখন হতাশাগ্রস্থ, কাকে রাজ্যের মুখ্যমন্ত্রী বানিয়েছেন। আগামী ২০২৪ এর লোকসভা নির্বাচনের প্রচারে নদীয়ার রানাঘাটে মুখ্যমন্ত্রী বা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেই আসুক না কেন তিন লক্ষ ভোটে হারবে তৃণমূল। রানাঘাটের মানুষ দুহাত তুলে আশীর্বাদ করবে বিজেপিকে।