দীঘা, নিজস্ব সংবাদদাতা :- পূর্ব মেদিনীপুর* দার্জিলিং থেকে দীঘা প্রায় ৯০০ কিলোমিটার পথ অতিক্রম করেছেন ৮ দিনে। দু চাকায় পশ্চিমবঙ্গে দার্জিলিং টু দীঘা। বাংলাদেশী যুবকের সাফল্য। “হার্টকে সুস্থ রাখুন সাইকেলিং এর অভ্যাস গড়ুন।” এই স্লোগানকে সামনে রেখে মানবিক বার্তা নিয়ে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে এসে বিশেষ বার্তা মহম্মদ আল আমিন এর। সাইকেলিং করে তিনি বাংলাদেশের ৬৪ জেলা ভ্রমণ করেছেন। সাইকেলিং এর সাথে সাথে তিনি সুইমিং এও পারদর্শী। আগামী দিনে লক্ষ্য আইরন ম্যান হওয়ার।কুমিল্লা জেলার মেঘনা থানার চালিভাঙ্গা গ্রামে বাড়ি মহম্মদ আল আমিন এর। একুশে জানুয়ারি বাংলাদেশ থেকে ভারতে আসে সে। ২২ শে জানুয়ারি দার্জিলিং থেকে সাইকেলিং করে যাত্রা শুরু দীঘার উদ্দেশ্যে। সারা দিনে গড়ে ১৩০ কিলোমিটার সাইকেল চালিয়েছে সে। সাধারণত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেশি পরিমাণ সাইকেল চালিয়েছে। এদিন রামনগরে আসার পর রামনগর এক পঞ্চায়েত সমিতির তরফ থেকে বিশেষ সম্বর্ধনা দেওয়া হয় বাংলাদেশী এই যুবককে। সাইকেলিং এর জার্নি কমপ্লিট করে খুবই খুশি সে। রামনগর এক ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক উৎপল রায়, রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার বাংলাদেশী এই যুবককে সম্বর্ধনা প্রদান করে। সন্ধ্যায় দীঘায় পৌঁছে পাহাড় থেকে সমুদ্র সাইকেলিং এর অভিযান শেষ করে করে মহম্মদ আল আমিন। প্রাক্তন সাংবাদিক তথা সাইকেলিং প্রেমি শান্তনু সাহা রামনগরে মহম্মদ আল আমিন কে স্বাগত জানান। তিনি বলেন বাংলাদেশ এই যুবকের সাইকেলিং এর সাথে সাথে স্বাস্থ্য সচেতনতার বার্তা যুব সমাজকে অনেকটাই উদ্বুদ্ধ করবে।বাংলাদেশের সাথে সাথে পশ্চিমবঙ্গের সভ্যতা ও সংস্কৃতিকে নিজের চোখে দেখা ও তা সম্পর্কে তথ্য সংগ্রহ করাই আর এক উদ্দেশ্য মহম্মদ আল আমিন এর। বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য তার সাথে সাথে পশ্চিম বাংলার সাথে তার যোগ সূত্র নিয়েই অনেক তথ্য সংগ্রহ করাও তার এই অভিযান এর সঙ্গী। মহম্মদ আল আমিন এর মুখে আজ সাফল্যের চওড়া হাসি। আগামী দিনে আয়রন ম্যান হতে চায় সে। বাংলাদেশের ছোট্ট গ্রাম থেকে যে গল্পের কাহিনী শুরু হয়ে ছিল তা দেশের গণ্ডি পেরিয়ে ভারতবর্ষের দীঘায় এসে উঠেছে। তার এই একার লড়াই দুচোখে স্বপ্ন নিয়ে। অসম্ভব এর মাঝে সম্ভব শব্দবন্ধটি যেন খুঁজে পেয়েছে সে।