হে মেঘনাদ :: শুভঙ্কর দাস।।

0
169

লঙ্কার ঠিক মধ্যিখানে দাঁড়িয়ে
একজন গোটা রামভূমি দেখছেন,অমিত্রাক্ষরে…

তিনি আগুনের জন্য পদাবলি লেখেননি,আগুনকেই পদাবলি করেছেন, রক্তে,ঐতিহ্যে,পরম্পরায়…

চর্যাপদের সেই অতি পুরাতন আগুন
কখন নিকুম্ভিলা যজ্ঞাগারে
আকাশজোড়া অগ্নি হয়ে উঠল,তা জানেন আশার ছলনে বেঁচে থাকা মেঘনাদ
বিশুদ্ধ শরবিদ্ধ-আবেগে লিখে চলেন মেঘে মেঘে মানুষের সাহস,শক্তি ও স্বপ্ন।

সম্মুখে শ্রীরাম,তাঁর এক ভারতবর্ষময় জাগ্রত দৈবশক্তি
অস্ত্র হাতে লক্ষ্মণ, তাঁর চোখে শুধু অপূর্ব প্রতিশোধ!

সাজানো সমরে হতভাগ্যের মৃত্যুর পরও
মেঘনাদ চোখের জলে ধন্য নরকুলে,মহাকবির মতো…

যিনি স্বর্ণলঙ্কা নয়,সরস্বতীর শ্বেতকমল ছুঁতে চেয়েছিলেন…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here