মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি বিজেপির বিধায়ক এমপি পঞ্চায়েত সমিতি কাউকেই, প্রতিবাদ বিক্ষোভ।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি বিজেপির বিধায়ক এমপি পঞ্চায়েত সমিতি কাউকেই। সোমবার দুপুরে এই অভিযোগ তুলে নদীয়ার ফুলিয়ার বিডিও অফিসে অবস্থান বিক্ষোভ কর্মসূচি বিজেপির। যদিও বিজেপির এই কর্মসূচিকে নাটক বলে কটাক্ষ করেন তৃণমূলকংগ্রেস। বিজেপির এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, নদীয়ার রানাঘাট উত্তর-পশ্চিম কেন্দ্রের বিজেপি বিধায়ক তথা রানাঘাট সাংগঠনিক জেলার সভাপতি পার্থসারথি চট্টোপাধ্যায়। এছাড়াও সামিল ছিলেন বিজেপির শীর্ষ নেতৃত্বরা। বিজেপির দাবি, আগামী ফেব্রুয়ারি মাসের ১ তারিখে শান্তিপুরে আসতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু সেখানে বিজেপির কোন প্রশাসনিক কর্তা থেকে এমপি বিধায়কদের আমন্ত্রণ জানানো হয়নি। মুখ্যমন্ত্রী এখানে প্রশাসনিক সভা করতে আসছেন না দলীয় কর্মসূচি করতে আসছেন। বিজেপির অভিযোগ, গত ১৬ সালে শান্তিপুর কালনার গুরুত্বপূর্ণ একটি ব্রিজের জন্য বরাদ্দ হয় ১৯০০ কোটি টাকা। চাষীদের কাছ থেকে জমি অধিগ্রহণ করা হলেও সেই ব্রিজ আজও তৈরি হয়নি। ব্রিজের টাকা গেল কোথায়। আমাদেরকে প্রশাসনিক সভায় না ডাকার কারণ আমরা যদি এই সমস্ত অভিযোগ তুলে ধরি সেই ভয়ে। যদিও বিজেপির বিস্ফোরক অভিযোগ ১৪ হাজার বার্ধক্য ভাতা বন্ধ রয়েছে, এই টাকা অবিলম্বে বরাদ্দ করতে হবে। অন্যদিকে বিজেপির এই কর্মসূচি কে কেন্দ্র করে নদীয়া জেলার তৃণমূলের সাধারণ সম্পাদক তপন সরকার কটাক্ষ করে বলেন, একটি ব্যস্ততম দপ্তরের সামনে জয় শ্রীরাম স্লোগান দিয়ে নাটক করছে বিজেপি। মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভাতে কাকে ডাকা হবে আর কাকে ডাকা হবে না তার সিদ্ধান্ত নেবে প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *