নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- জেলা সফরে কৃষ্ণনগরে এসে পৌঁছালেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বিকেলে মুর্শিদাবাদ থেকে হেলিকপ্টারে করে কৃষ্ণনগর জেলা স্টেডিয়ামে এসে পৌঁছান্ত তিনি। এরপর পায়ে হেঁটে জনসংযোগ করার মধ্যে দিয়ে কৃষ্ণনগর সার্কিট হাউসে পৌঁছান মুখ্যমন্ত্রী। রাতে নদিয়া জেলা দলীয় নেতৃত্বদের সাথে সাংগঠনিক বৈঠক করতে পারেন তিনি বলে জানা গিয়েছে সূত্র মারফত। আগামীকাল শান্তিপুরে প্রশাসনিক বৈঠকে যোগদান করবেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর আগমনে জেলা প্রশাসনের পক্ষ থেকে কৃষ্ণনগর জেলা স্টেডিয়াম সহ গোটা কৃষ্ণনগর শহরকে মুড়ে ফেলা হয় নিরাপত্তার মোড়কে।
কৃষ্ণনগরে এসে পৌঁছালেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।












Leave a Reply