দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- কেন্দ্রে সরকার পাল্টানোর ডাক দিয়ে এবার রাস্তায় নামলেন মহিলা তৃণমূল কংগ্রেসের সদস্যারা। মিছিল থেকে একটাই আওয়াজ ‘চলো পাল্টাই’। তৃণমূল সুপ্রীমো মমতা ব্যানার্জির নির্দেশে চলো পাল্টাই স্লোগান দিয়ে আজ বৈকালে বীরভূম জেলার দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি মিছিল করলো মহিলা তৃণমূল কংগ্রেসের সদস্যারা। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বঞ্চনার কথা তুলে ধরে কেন্দ্রীয় সরকার পাল্টানোর কথা তাঁরা বলেন। এই মিছিল দুবরাজপুর পৌরসভার সামনে থেকে শুরু হয়ে শহর পরিক্রমা করে পুনরায় পৌরসভার কাছে শেষ হয়। এই মিছিলের নেতৃত্ব দেন তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীরা। আজকে “চলো পাল্টাই” মিছিলে পা মেলান মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বরূপ আচার্য, কার্যকরী সভাপতি অরিন্দম চ্যাটার্জি, দুবরাজপুর পৌরসভার উপ পৌরপ্রধান মির্জা সৌকত আলী, কাউন্সিলার সনাতন পাল, সুভাষ মেটে, বুল্টি চক্রবর্তী, সোনামণি বাগদী, সাবিনা খাতুন সহ তৃণমূলের মহিলা ও পুরুষ কর্মীরা।
তৃণমূল সুপ্রীমো মমতা ব্যানার্জির নির্দেশে চলো পাল্টাই স্লোগান দিয়ে আজ বৈকালে বীরভূম জেলার দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি মিছিল করলো মহিলা তৃণমূল কংগ্রেসের সদস্যারা।












Leave a Reply