নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- বিদ্যুৎ বন্টনের ক্ষেত্রে বর্ধিত মিনিমাম চার্জ ও ফিক্সট চার্জ প্রত্যাহারের দাবি সহ প্রিপেড স্মার্ট মিটার বাতিলের দাবিতে মঙ্গলবার দুপুরে সারা রাজ্যের পাশাপাশি সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতির পক্ষ থেকে নদিয়ার কৃষ্ণনগর টাউন সাপ্লাই বিদ্যুৎ বন্টন দপ্তরের সামনে বিক্ষোভে সামিল হলেন সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতির নদীয়া জেলা কমিটির সদস্যরা। এই প্রসঙ্গে সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতির নদীয়া জেলা কমিটির অন্যতম সদস্য জয়দীপ চৌধুরী জানান, বিদ্যুতের অতিরিক্ত মাশুল বৃদ্ধির কারণে বর্তমানে ক্ষুদ্র শিল্প গুলি প্রায় বন্ধের মুখে। কর্পোরেট হাউজ গুলির স্বার্থে আগামী দিনে প্রিপেড স্মার্ট মিটার চালু হলে পুরোপুরিভাবে ক্ষুদ্র শিল্প বন্ধ হয়ে যাবে। ফলে কর্মহীন হয়ে পড়বেন বহু মানুষ। মূলত তারই প্রতিবাদে সাংগঠনিকভাবে তাদের সমিতির পক্ষ থেকে প্রিপেইড স্মার্ট মিটার বাতিলের দাবি সহ বর্ধিত মিনিমাম চার্জ ও ফিক্সট চার্জ প্রত্যাহারের দাবিতে ইতিমধ্যেই বিদ্যুৎ ভবনে বিক্ষোভ সমাবেশ করার পাশাপাশি বিদ্যুৎ মন্ত্রীর কাছে লিখিত আকারে আবেদন জানানো হয়েছে। আজ সারা রাজ্যের পাশাপাশি কৃষ্ণনগর টাউন সাপ্লাই স্টেশন ম্যানেজারের দপ্তরের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে। দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাটা হবে বলেও এদিনের বিক্ষোভ মঞ্চ থেকে জানান তিনি।
বিদ্যুৎ বন্টনের ক্ষেত্রে বর্ধিত মিনিমাম চার্জ ও ফিক্সট চার্জ প্রত্যাহারের দাবি সহ প্রিপেড স্মার্ট মিটার বাতিলের দাবি।












Leave a Reply