শতাধিক ভিসিটি কর্মীরা বুধবার দুপুরে শহর জুড়ে ব্যানার ফেস্টুন নিয়ে মিছিল করেন।

নিজস্ব সংবাদদাতা, ১লা ফেব্রুয়ারি:দক্ষিণ দিনাজপুর : দীর্ঘদিন ধরে সরকারি কাজে নিযুক্ত তারা। গ্রামেগঞ্জে বিভিন্ন জায়গায় পতঙ্গ বাহিত বিভিন্ন রোগ নিরাময়ে তারা কাজ করে আসছেন। কিন্তু এখনও পরিচয় পত্র নেই ভিসিটি কর্মীদের। পরিচয় পত্রের দাবির পাশাপাশি মোট দশ দফা দাবিতে দক্ষিণ দিনাজপুর জেলার প্রতিটি ব্লক থেকে শতাধিক ভিসিটি কর্মীরা বুধবার দুপুরে শহর জুড়ে ব্যানার ফেস্টুন নিয়ে মিছিল করেন। পরে তারা অতিরিক্ত জেলা শাসকের সঙ্গে কথা বলে তাদের দাবি সম্বলিত ডেপুটেশন জমা করেন।

ওয়েস্ট বেঙ্গল ভেক্টর বর্ন ডিজিস কন্ট্রোল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি স্বরূপ জানা বলেন, ‘দক্ষ শ্রমিকের সমতুল্য সাম্মানিক ভাতা দেওয়ার দাবি জানিয়েছি। এই দুর্মূল্যের বাজারেও কর্মীদের মাত্র ৫২৫০ টাকা ভাতা দিয়ে পতঙ্গবাহিত রোগ নির্মূলিকরণের প্রচুর কাজ করতে হয়। তাছাড়াও, একাধিক সরকারি কাজ করলেও তাদের এখনও পরিচয় পত্র নেই। বিভিন্ন দাবি নিয়ে জেলার বিভিন্ন ব্লক থেকে কর্মীরা একত্রিত হয়ে এদিন ডেপুটেশন দিয়েছি। আমাদের দাবি মানা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনে নামব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *