নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- কল্যাণী ইন্ডিয়ান অয়েল বোট লিং প্লান্টে গতকাল রাত থেকেই তালা বন্ধ । ইন্ডিয়ান অয়েল এর ৪১ জন সিকিউরিটির মধ্যে সাতজন সিকিউরিটিকে বসিয়ে দেওয়ার প্রতিবাদে বিজেপির সংগঠন বিএম পির মদতে এই আন্দোলন বলে দাবি আইএনটিটিইউসির, ভেতরে আটকে বেশকিছু লরি গাড়ির চালক এবং শ্রমিকরা। ফলে নদিয়া উত্তর ২৪ পরগনা সহ বিস্তীর্ণ এলাকায় ইন্ডিয়ান গ্যাস সরবরাহ ব্যাহত হওয়ার সম্ভাবনা পাশাপাশি ইন্ডিয়ান অয়েল এর সেফটি অফিসার কেও প্রবেশ করতে দেওয়া হয়নি বলে অভিযোগ পাল্টা আন্দোলন তৃণমূল শ্রমিক সংগঠনের তাদের দাবি এর ফলে একদিকে যেমন গৃহস্থের রান্নার গ্যাসে টান পড়বে অন্যদিকে প্ল্যান্টের সেফটি অফিসার না থাকায় কোন দুর্ঘটনা ঘটলে ভয়ংকর ক্ষতি হবে।
৪১ জন সিকিউরিটির মধ্যে সাতজন সিকিউরিটিকে বসিয়ে দেওয়ার প্রতিবাদে বিজেপির সংগঠন বিএম পির মদতে এই আন্দোলন বলে দাবি আইএনটিটিইউসির।












Leave a Reply