নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- আজ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে নদীয়া জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি নদীয়ার শান্তিপুরের মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র গুলির সামনে ভিড় ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের। স্কুল জীবনে প্রথম বড় পরীক্ষা হচ্ছে মাধ্যমিক পরীক্ষা, মানসিক প্রস্তুতি অনেকের থাকলেও অনেকেই আবার একটু হলেও মানসিকভাবে ভেঙে পড়ে, তবে এই সময় ছাত্র-ছাত্রীদের মনোবল বাড়াতে বিশেষ প্রয়োজন হয় অভিভাবকদের। তাই একদিকে যেমন পরীক্ষা কেন্দ্রে যাওয়ার ব্যস্ততা, অন্যদিকে পরীক্ষা কেন্দ্র থেকে কখন বেরোবে তাদের ছেলেমেয়েরা সে অপেক্ষাতেই রয়েছে প্রত্যেকের অভিভাবকরা। সেই চিত্রে উঠে এলো সকাল থেকে বিভিন্ন পরীক্ষা কেন্দ্র থেকে।
নদীয়া জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি নদীয়ার শান্তিপুরের মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র গুলির সামনে ভিড় ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের।












Leave a Reply