পশ্চিম মেদিনীপুর জেলার বড়পাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বৃন্দ ও সফল শিক্ষার্থী প্রতিযোগীদের বিশেষ সম্বর্ধনা দিল গ্রামের মানুষজন ও স্থানীয় ক্লাব কর্তৃপক্ষ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অভূতপূর্ব সাফল্যের পর পশ্চিম মেদিনীপুর জেলার বড়পাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বৃন্দ ও সফল শিক্ষার্থী প্রতিযোগীদের বিশেষ সম্বর্ধনা দিল গ্রামের মানুষজন ও স্থানীয় ক্লাব কর্তৃপক্ষ। পুষ্পস্তবক, মেডেল, স্মারক সহযোগে সম্বর্ধনার পাশাপাশি মিড ডে মিলে গ্রামবাসীদের সহায়তায় মাংস মিষ্টি পায়ের সহযোগী আকর্ষণীয় ভুরিভোজের আয়োজন। নয়াবসত গ্রাম পঞ্চায়েতের এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ১৯ টি ইভেন্টে প্রথম, পাঁচটি ইভেন্টে দ্বিতীয়, তিনটি ইভেন্টের তৃতীয় হয়। চক্র পর্যায়ে ৮ টি ইভেন্টে প্রথম,পাঁচটি ইভেন্টে দ্বিতীয় ও চারটি ইভেন্টে তৃতীয় হয়ে সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখে। গত ২৫ শে জানুয়ারি মেদিনীপুর অরবিন্দ স্টেডিয়ামে মেদিনীপুর সদর মহকুমার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিদ্যালয়ের প্রতিযোগীবৃন্দ দুটি ইভেন্টে প্রথম দুটি দ্বিতীয় এবং একটি তৃতীয় হয়।
এরপর পশ্চিম মেদিনীপুর জেলা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বড়পড়া প্রাথমিক বিদ্যালয় এর মধুমিতা হেমব্রম ২০০ মিটার দৌড়ে প্রথম হয়ে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ আয়োজিত রাজ্য ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের ছাড়পত্র পেয়েছে।
জেলা ক্রীড়া প্রতিযোগিতায় বড়পাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা একটিভেন্টে প্রথম একটিতে দ্বিতীয় এবং একটিতে তৃতীয় স্থান অধিকার করে বিদ্যালয়ের ইতিহাসে অনন্য কীর্তি স্থাপন করেছে।
বড়পাড়া, গুরাইচক, ভেলাইটিকরি গ্রামের ক্রীড়ামোদী শিক্ষানুরাগী মানুষজন, স্থানীয় ক্লাব কর্তৃপক্ষ অত্যন্ত আনন্দের সাথে শিক্ষক ও ছাত্রছাত্রীদের এই বিশেষ সম্বর্ধনার আয়োজন করেন।
গ্রামবাসীর তরফে স্থানীয় পঞ্চায়েত জ্যোৎস্না মান্ডি, প্রহ্লাদ মাহাতো, প্রবিষ্ট মাহাতো,অমিয় হাজরা,,
ক্লাব কর্তৃপক্ষ বিশ্বনাথ হেমরম,, অনিল সরেন সহ প্রায় শতাধিক অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
অঞ্চল,চক্র এবং মহকুমা পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতায় এই বিদ্যালয় সেরার সেরা বিদ্যালয়ের স্বীকৃতি পেয়েছে।
প্রধান শিক্ষক- সাগর মন্ডল
সহশিক্ষক – প্রসেনজিৎ মাজি, কৃষ্ণা রানী দাস, সুভাষচন্দ্র হাঁসদা।
উল্লেখযোগ্য কৃতি ছাত্র-ছাত্রী মধুমিতা হেমরম,সঞ্চিতা মাহাত,সংগীতা হেমব্রম,রিপন মন্ডল,রাহালা হেমরম,বিজয় মাহাত,রাসবন হেমরম,অনিতা হাইত,অপর্ণা মাহাতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *