নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- স্বাধীনতা সংগ্রামী শহীদ বসন্ত বিশ্বাসের ১২৯ তম জন্ম জয়ন্তী উপলক্ষে বসন্ত বাস বৃদ্ধাশ্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন শহীদ স্বাধীনতা সংগ্রামী বসন্ত বিশ্বাসের ভাইপো তথা রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। এদিন নদিয়ার আসাননগরের পোড়াগাছা এলাকায় নবনির্মিত বসন্ত বাস বৃদ্ধাশ্রমের আনুষ্ঠানিক দ্বার উদঘাটন হয়। দুঃস্থ সহায় সম্বলহীন বৃদ্ধ-বৃদ্ধাদের নিরাপদ আশ্রয় দেওয়ার লক্ষ্যে মূলত এই বৃদ্ধাশ্রম তৈরি করা হয়েছে। পাশাপাশি সুপরিবেশে তৈরি বসন্তবাস বৃদ্ধাশ্রমে আশ্রিত বৃদ্ধ বৃদ্ধাদের জন্য সুষম আহার সহ সুচিকিৎসক দ্বারা ২৪ ঘন্টা চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি অত্যাধুনিক পরিসেবা ব্যবস্থা সহ তাদের দেখভালের জন্য রয়েছে দিনরাত্রি আয়া ও নার্সের ব্যবস্থা। এই প্রসঙ্গে মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস বলেন, এলাকার অসহায় বৃদ্ধ বৃদ্ধাদের স্বাচ্ছন্দের কথা মাথায় রেখে মূলত এই বৃদ্ধাশ্রম তৈরি করা হয়েছে। প্রাথমিকভাবে ৫০ জন বৃদ্ধ-বৃদ্ধা এখানে থাকতে পারবেন। পরে সংখ্যাটা আরো বৃদ্ধি পাবে। বৃদ্ধাশ্রম চালাতে ব্যক্তিগতভাবে এর ব্যায়ভার বহন করা হবে শহীদ স্বাধীনতা সংগ্রামী বসন্ত বিশ্বাসের ভাতুষ্পুত্র তথা রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের পরিবার বর্গের পক্ষ থেকে। আবেদনের ভিত্তিতে বৃদ্ধাশ্রমের নির্দিষ্ট নিয়ম-নীতিকে বজায় রেখে নদিয়া জেলার বাইরে থেকেও বৃদ্ধ-বৃদ্ধারা এখানে এসে থাকতে পারবেন। ইতিমধ্যেই সাত থেকে আট জন বৃদ্ধ-বৃদ্ধা শহীদ স্বাধীনতা সংগ্রামী বসন্ত বিশ্বাস নামাঙ্গিত বসন্ত বাস বৃদ্ধাশ্রমে থাকার জন্য আবেদন করেছেন। বসন্ত বিশ্বাসের ১২৯ তম জন্মজয়ন্তীতে বিভিন্ন সংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি শহীদ স্বাধীনতা সংগ্রামী কে শ্রদ্ধা জ্ঞাপন করেন স্থানীয় এলাকাবাসীরা ছাড়াও এলাকার বিভিন্ন স্কুলের স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা।