নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- মৎস্যজীবীরা ব্যান পিরিয়ডে সমুদ্রসাথী’ প্রকল্পে দুমাস পাবেন ৫ হাজার টাকা করে। দীর্ঘদিনের প্রতিবাদ ও লড়াইয়ের সুফল মিলল অবশেষে। মৎস্যজীবীরা ও মৎস্যজীবী সংগঠন দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিল ব্যান পিরিয়ডে সরকারি সাহায্য পাওয়ার জন্য। অবশেষে সেই আন্দোলন সফল হল বাজেটে ঘোষণা হল- ব্যান পিরিয়ডের সময় দু মাস পাঁচ হাজার টাকা করে পাবে মৎস্যজীবীরা।
মাছ ধরা বন্ধের দু-মাস ৫ হাজার টাকা করে পাবেন মত্স্যজীবীরা, নতুন ‘সমুদ্রসাথী’ প্রকল্প।
রাজ্য বাজেটে নয়া প্রকল্পের ঘোষণা করা হল। ‘সমুদ্রসাথী’ বলে এই প্রকল্পে প্রতি বছর দুমাস ৫,০০০ টাকা করে মত্সজীবীদের সহায়তা করবে সরকার। এর ফলে ২ লক্ষ মত্সজীবী উপকৃত হবে বলে জানান হয়েছে। এই প্রকল্পের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলেও জানান হয়।
অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনার মত্সজীবীরা অনেক প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে সমুদ্র যান। এপ্রিলের মাঝামাঝি থেকে জুনের মাঝামাঝি, এই সময়টায় সমুদ্রে মাছ ধরার ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকায় মূলত এই প্রকল্পের ঘোষণা করা হয়েছে।
বাজেটে ঘোষণা করা হয়েছে, সমুদ্রসাথী প্রকল্পে এই তিন জেলার প্রতিটি নথিভুক্ত মত্সজীবী প্রতিবছর, এই দুমাস, প্রতি মাসে ৫,০০০ টাকা করে পাবেন।