উঃ দিনাজপুর, রাধারানী হালদারঃ- পঞ্চায়েত ভোটে জেতার পর গ্রামবাসী ও এলাকাবাসীর জেতার পর কথা রাখলেন সোমদত্তা বর্মন ও লতা সরকার উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের ভান্ডার অঞ্চলের কমল দেবশর্মার বাড়ি থেকে কাকতোর বাড়ি পর্যন্ত। পথশ্রী প্রকল্পে’ কালিয়াগঞ্জে মোট ২৮টি রাস্তানির্মাণ হবে
কালিয়াগঞ্জ ব্লকের বিভিন্ন এলাকায় মোট ৮টি নতুন রাস্তার নির্মাণ কাজের সূচনা
উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ এর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদন ক্রমে কালিয়াগঞ্জ ব্লকের বিভিন্ন এলাকায় মোট ৮টি নতুন রাস্তার নির্মাণ কাজের সূচনা হল। এদিন সকালে মালগাঁও পঞ্চায়েতের সুহাসী স্কুল থেকে দক্ষিণ পলিহার গ্রামে গুরুঙ্গের বাড়ি পর্যন্ত কংক্রিট রাস্তার সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি বাপ্পা সরকার,
জেলাপরিষদের পূর্ত এবং নারী ও শিশু কল্যাণ বিভাগের দুই কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য এবং লতা দেবশর্মা, প্রাক্তন বিধায়ক তপন দেবসিংহ, পঞ্চায়েত প্রধান হাবিবুর রহমান, প্রাক্তন পুরপ্রশাসক শচিন সিংহরায় প্রমুখ।
গ্রামবাংলার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে উত্তর দিনাজপুর জেলাপরিষদের মাধ্যমে পথশ্রী প্রকল্পে কালিয়াগঞ্জ ব্লকে মোট ২৮টি রাস্তা নির্মাণ হবে। এদিন
মালগাঁ অঞ্চলে সুহাসি ছারাও বিজইল থেকে কালুডাঙা গলাকাটা মোড় উত্তর রঘুনাথপুরে রতনের বাড়ি থেকে মিজানুরের বাড়ি পর্যন্ত। ঝাবরি মোড় থেকে সাহেবঘাটা, ভান্ডার অঞ্চলে কমল দেবশর্মার বাড়ি থেকে কাকতোর বাড়ি পর্যন্ত। অনন্তপুর অঞ্চলে বাসুলি মোড় থেকে এলোসের বাড়ি এবং উত্তর লক্ষ্মীপুর স্কুল থেকে সত্যেন বর্মণের বাড়ি বরুণা অঞ্চলে মহাপাড়া থেকে নারাণ সিংয়ের বাড়ি পর্যন্ত।