জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- জেলা জুড়ে প্রায়শই হাতির তাণ্ডবের অভিযোগ। সাত সকালে লোকালয়ে ঢুকে ভাঙলো দেওয়াল। নষ্ট জমির ফসলও। আতঙ্কে এলাকাবাসী। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ গ্রামীন হাসপাতাল সংলগ্ন মকরাডাঙ্গি জনবহুল এলাকার ফের হাতির হানা। সোমবার ভোরে দুটি হাতির হানার খবর মেলে। হাতির হানার বেশ কিছু জিনিসপত্রের ক্ষতির হয়েছে। রাজগঞ্জ শিল্পতালুক এলাকার দুটি দেওয়াল পুরোপুরি ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সাথে একাধিক কৃষিজমিও নষ্ট করেছে হাতি দুটি বলে অভিযোগ। প্রত্যক্ষদর্শীদের দাবী, বেশ কিছুদিন আগে হাতির উপদ্রব লক্ষ্য করা গেছিলো। তবে সোমবার ভোর রাতে জলপাইগুড়ি বৈকন্ঠ্যপুর জঙ্গল থেকে বেরিয়ে দুটি হাতি এসে এলাকায় তান্ডব চালায় বলে অভিযোগ। ঘটনা চাঞ্চল এলাকা জুড়ে। বনদপ্তরের টহলদারির দাবি জানিয়েছেন এলাকাবাসী।
জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ গ্রামীন হাসপাতাল সংলগ্ন মকরাডাঙ্গি জনবহুল এলাকার ফের হাতির হানা।

Leave a Reply