বাঁকুড়া, নিজস্ব সংবাদদাতা:- ‘কেউ ফাঁকি দেবেননা, আগামী দিনে আমাদের সামনে বড় সংগ্রাম, সেই সংগ্রাম জিততে হবে’। রাজ্যের মধ্যে প্রথম সিমলাপালে ‘জনতার দরবারে তৃণমূল’ কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করে দলীয় নেতা, কর্মীদের উদ্দেশ্যে একথা বললেন বাঁকুড়া জেলা তৃণমূল সভাপতি তথা তালডাংরার বিধায়ক অরুপ চক্রবর্ত্তী। সোমবার ওই কর্মসূচীতে বক্তব্য রাখতে গিয়ে তিনি স্বাধীনতা সংগ্রাম ও নেতাজী সুভাষ চন্দ্র বসুর প্রসঙ্গ টেনে আরো বলেন, অনেক ঘাত-প্রতিঘাত আসবে। তবে মানুষ আমাদের সঙ্গে থাকলে কোন বাধাই বাধা নয়। ভোটের আগে বিরোধীদের তরফে বিভিন্ন ধরণের ছলনা, অপপ্রচার, প্রলোভন দিয়ে, পয়সা ছড়ানোর চেষ্টা হবে। ওই সব বিষয়ে দলের নেতা নেতা কর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেন তিনি। একই সঙ্গে সিমলাপাল থেকেই শুরু হওয়া ‘জনতার দরবারে তৃণমূল’ কর্মসূচী রাজ্যের প্রতিটি ব্লকেই ছড়িয়ে পড়বে বলে তিনি জানান।
এদিনের এই কর্মসূচীতে অরুপ চক্রবর্ত্তী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদিকা, চিত্রাভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, দলের সিমলাপাল ব্লক তৃণমূল সভাপতি ফাল্গুনী সিংহবাবু প্রমুখ।
Leave a Reply