নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- আবহাওয়া দফতরের পূর্বাভাসকে সত্যি করে রাজ্যের একাধিক জেলার পাশাপাশি আলিপুরদুয়ারেও বৃষ্টি।এক ধাক্কায় তাপমাত্রার পারদ অনেকটাই নিচে নেমে এসেছে।বুধবার সকাল থেকেই আকাশ মেঘলা ছিল। এরপর বৃষ্টি শুরু হয়।সাধারণ মানুষ এক প্রকার ছাতা মাথায় দিয়ে রাস্তায় বেরিয়েছে। আবহাওয়া দফতর উত্তরবঙ্গের জেলা গুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা পূর্বাভাস জানিয়েছিল।স্বাভাবিক ভাবেই আবহাওয়ার এই ভোল বদলে অনেকটাই শীতের আমেজ ফিরে এসেছে বাংলায়।