বালুরঘাট হাইস্কুল মাঠে তাদের প্রভাতী আড্ডায় উঠে এলো ঢাকার রাজপথ,ভাষা শহীদ,রক্তক্ষয়ী লড়াই, ভাষার মর্যাদা, ভাষার প্রতি ঋণস্বীকার, সম্মান রক্ষার শপথের কথা।

0
3

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুর : – কথকের আয়োজনে বাংলা মায়ের ভাষা,বাংলা ভালোবাসা
২১ ফেব্রুয়ারি অমর একুশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করলো বালুরঘাটের ‘কথক’। আজ বালুরঘাট হাইস্কুল মাঠে তাদের প্রভাতী আড্ডায় উঠে এলো ঢাকার রাজপথ,ভাষা শহীদ,রক্তক্ষয়ী লড়াই, ভাষার মর্যাদা, ভাষার প্রতি ঋণস্বীকার, সম্মান রক্ষার শপথের কথা।
কথক সম্পাদক তুহিন শুভ্র মণ্ডল শোনালেন নিজের লেখা ‘বাংলা মায়ের ভাষা। বাংলা ভালোবাসা ‘। সীমা সরকার, নন্দিতা দাস কবিতা পাঠ করেন। স্বরচিত কবিতা পাঠ করেন কবী সুবীর চৌধুরী আবেগি কন্ঠে। অমল বসু, সুমন সরকার, নিশা মহন্ত, শঙ্খব্রত তোকদার প্রমুখ শোনালেন ভাষার প্রতি ভালোবাসা, ভাষা সঙ্কটের কথা। উপস্থিত ছিলেন শিক্ষক ঝন্টু হালদারও। তিনি সবাইকে ভাষা শুভেচ্ছা জানান।
সমবেত ভাবে গাওয়া হয় ‘আমার ভায়ের রকতে রাঙানো একুশে ফেব্রুয়ারি ‘ গানটি কার লেখা, সুর কে দেন, কবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি আসে এসব নিয়ে আলোচনাও হয়।
সম্পাদক তুহিন শুভ্র মণ্ডল বলেন ‘ একদিকে সমাজমাধ‍্যমে শিক্ষার্থী যেমন তনুশিয়া মণ্ডল, রিত্তিকা সাহা, ঋত্বিকা মণ্ডল, শ্রেয়াংশু সেন শিশু কিশোররীরা যেমন ভাষা দিবস উপলক্ষ্যে আবৃত্তি করছে তেমনই হাইস্কুল মাঠেও আমরা ভাষা বৃক্ষের কাছে মাতৃভাষার প্রতি ঋমস্বীকার করলাম। মাতৃভাষার প্রতি অমর্যাদা কিছুতেই হতে দেবো না। এই মর্মে আজ শপথও নেওয়া হয় ‘।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here