নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ- বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে ও হিড়বাঁধ থানার ব্যবস্থাপনায় চোখের পলক প্রকল্পে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল। বুধবার সকাল ১১ টা নাগাদ লোকেশ্বরানন্দ আই ফাউন্ডেশনের সহযোগিতায় মশিয়ারা লাইব্রেরি কমিউনিটি হল প্রাঙ্গণে এই শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্য ও সহবরাহ দফতরের প্রতিমন্ত্রী জোৎস্না মান্ডি, ইন্দপুর সি আই অর্নিবাণ হালদার, হিড়বাঁধ থানার ওসি বর্ণালী সরকার, এলাকার বিশিষ্ট সমাজসেবী তথা হিড়বাঁধ পঞ্চায়েত সমিতির পূর্ত ও পরিবহন কর্মাধ্যক্ষ ধীরেন্দ্রনাথ মাজি সহ অন্যান্যরা । এদিন লোকেশ্বরানন্দ আই ফাউন্ডেশনের বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসকের দ্বারা চক্ষু পরীক্ষা করানো হয়। এলাকা সহ আশেপাশের বিভিন্ন এলাকা থেকে শিবিরে ২৮৭ জন চক্ষু পরীক্ষা করান। তাদের মধ্যে ২৮ জনের ছানি ধরা পড়ে পাশাপাশি আজ এদেরকে গাড়ি করে অপারেশন করতে নিয়ে যাওয়া হবে বলে হিড়বাঁধ থানার পুলিশ সূত্রে জানা যায়। সকালে শুরু হয় বিকেল ৪টা পর্যন্ত চলে এই শিবির। চক্ষু পরীক্ষা করতে আসা সকলের জন্য দুপুরে খাওয়া দাওয়ার ব্যাবস্থা করা হয়েছিল হিড়বাঁধ থানার পুলিশের পক্ষে থেকে। পুলিশের এহোন উদ্যোগে এলাকার মানুষ সাধুবাদ জানিয়েছেন।
বুধবার সকাল ১১ টা নাগাদ লোকেশ্বরানন্দ আই ফাউন্ডেশনের সহযোগিতায় মশিয়ারা লাইব্রেরি কমিউনিটি হল প্রাঙ্গণে এই শিবিরের আয়োজন করা হয়।

Leave a Reply