প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : – ইডি তল্লাশি সাঁকরাইল থানা মানিকপুর অঞ্চলে ডেল্টা জুট মিলে। ভুয়ো ডিরেক্টর মামলায় হাইকোর্টের নির্দেশে ইডি’র তল্লাশি চলল হাওড়া সহ তিন জায়গায়। মঙ্গলবার সকাল ৭টা থেকে হাওড়ার সাঁকরাইলের মানিকপুর অঞ্চলের ডেল্টা জুটমিল, কলকাতার বালিগঞ্জে জুটমিলের মালিকের বাড়িতে , কলকাতার কাউন্সিল হাউস স্ট্রিটে জুটমিলের অফিসেও তল্লাশিতে নামে ইডি। পিএফের টাকা না পাওয়ার অভিযোগ করেছিলেন জুটমিলের অবসরপ্রাপ্ত শ্রমিকরা। অভিযোগ প্রায় ২১ কোটি টাকা বকেয়া রয়েছে। তার ভিত্তিতেই এই তদন্ত। এটি তোর রাশি হওয়ার সময় এলাকার শ্রমিকরা মিলে গেটে কাছে জড়ো হয় প্রত্যেকেই দাবি করে তারা মিলের কোম্পানির কাছ থেকে এখনো পর্যন্ত তাদের বকেয়া টাকা পায়নি। এই ই ডি তল্লাশিতে খুবই খুশি শ্রমিকরা তাদের আশা এই তল্লাশি ফলে তাদের বকেয়া টাকা তারা পাবে। সকাল সাতটা থেকে তল্লাশি চলে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত। কোর্টের নির্দেশে এই ইডি তল্লাশির ফলে শ্রমিকরা তাদের বকেয়া টাকা কত তাড়াতাড়ি ফেরত পায় সেদিকে তাকিয়ে আশায় বুক বেঁধে রইলো ডেলটা জুট মিলে শ্রমিক কুল।