এক ব্যক্তিকে গণপিটুনির ঘটনায় তুমুল উত্তেজনা ছড়ালো মানিকচক থানার মথুরাপুর গোয়ালপাড়া এলাকায়।

0
170

নিজস্ব সংবাদদাতা, মালদা: – ছেলে ধরা সন্দেহে এক ব্যক্তিকে গণপিটুনির ঘটনায় তুমুল উত্তেজনা ছড়ালো মানিকচক থানার মথুরাপুর গোয়ালপাড়া এলাকায়। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশকে ব্যাপক লাঠিচার্জ করতে হয় বলে অভিযোগ। বুধবার রাতের এই ঘটনাকে ঘিরে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে গোয়ালপাড়া এলাকায়। যদিও পরে মানিকচক থানার পুলিশ আধমরা অবস্থায় গণপিটুনির হাত থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করে। তাকে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে।
পুলিশ ওই স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন মথুরাপুর গোয়ালপাড়া এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল কয়েকজন ব্যক্তি। তাদেরকে কিছু মানুষ ধরে জিজ্ঞাসাবাদ শুরু করে। স্থানীয় গ্রামবাসীরা উত্তেজিত হতেই দুইজন পালিয়ে গেলেও একজন ধরা পড়ে যায়। এরপরই শুরু হয় গণধোলাই। কয়েকশো মানুষ ছেলে ধরা সন্দেহে ওই ব্যক্তিকে পেটাতে শুরু করে। যদিও কিছু মানুষ গণপিটুনি হাত থেকে অজ্ঞাত ওই ব্যক্তিকে উদ্ধার করার চেষ্টা করলেও পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে। পরে মানিকচক থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে পৌঁছায়। শুরু হয় লাঠিচার্জ । পুলিশের লাঠিচার্জের জেরে ছত্রভঙ্গ হয় উত্তেজিত জনতা। এরপরই ওই ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here