নিজস্ব সংবাদদাতা, চাচোল :- মালদহের চাঁচল সুপার স্পেশাল্যাটি হাসপাতালে মহিলাদের শৌচকর্মের দৃশ্য ক্যামেরা বন্দী করার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। এঘটনায় হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।গোটা ঘটনা নিয়ে থানার দ্বারস্থ হয়েছে রোগীর পরিবার।ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে চাঁচল থানার পুলিস জানিয়েছে।
জানা গিয়েছে, শারীরিক অসুস্থতা জনিত কারণে গত মঙ্গলবার চাঁচল হাসপাতালে ভর্তি হন হরিশ্চন্দ্রপুরের সুলতান নগরের এক মহিলা। দ্বিতীয় তলায় মহিলা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন তিনি। ঘড়ির কাটায় তখন প্রায় রাত ১০ টা। শৌচালয়ে যান ওই মহিলা। হঠাৎ তাঁর নজরে আসে শৌচালয়ের ভেতরে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি লুকিয়ে রয়েছে। ফোন দিয়ে ভিডিও রেকর্ড করার চেষ্টা করছে। প্রথমে ওই মহিলা রোগী ভিডিও রেকর্ড করতে বাধা দেন। তারপর চিৎকার করে অন্যান্য মহিলা রোগীদের ডাকতে গেলে অভিযুক্ত সিড়ি বেয়ে নেমে পালিয়ে যায়। এদিকে এই ঘটনা জানাজানি হতেই ব্যাপক শোরগোল ছড়িয়ে পড়ে হাসপাতালে। আতঙ্কিত হয়ে পড়েন অন্যান্য মহিলা রোগীরা। রোগীদের আশঙ্কা ওই ব্যক্তি হয়তো অনেকক্ষণ ধরেই বাথরুমে ঘাপটি মেরে ছিলেন। অনেকের ভিডিও রেকর্ড করেছেন। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন রোগীদের পরিবারের লোকেরা। প্রশ্ন উঠেছে হাসপাতালের নিরাপত্তা নিয়ে। কিভাবে সকলের চোখ এড়িয়ে মহিলা ওয়ার্ডের বাথরুমে ঢুকে পড়লেন ওই ব্যক্তি। কতটা সজাগ ছিলেন নিরাপত্তারক্ষীরা। উঠেছে একাধিক প্রশ্ন।এদিকে আজ রোগীর পরিবারের পক্ষ থেকে হাসপাতাল কর্তৃপক্ষ এবং চাঁচল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। রোগীদের পরিবারের লোকেদের দাবি দ্রুত ওই ব্যক্তিকে শনাক্ত করে গ্রেপ্তার করা হোক। বাজেয়াপ্ত করা হোক তার মোবাইল। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ।