নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃ – জলজীবন মিশনের অন্তর্গত জলপাইগুড়ি জেলার বিভিন্ন ব্লকে জলজীবন মিশনের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে জলপাইগুড়িতে হাজির দুই সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল।
জলপাইগুড়ি জেলার ক্রান্তি,সদর,বানারহাট,ময়নাগুড়ি সহ বিভিন্ন ব্লকে জল জীবন মিশনের পানীয় জল সরবরাহ প্রকল্প ও বিভিন্ন গ্রামে বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহ প্রকল্পের বাড়ি বাড়ি কার্যকরী জল সংযোগ প্রদানের কাজের অগ্রগতি খতিয়ে দেখেন তারা।
কারীগরী বিভিন্ন বিষয় দেখার পাশাপাশি পানীয় জলের রাসায়নিক গুনগত মান, কাজের গুনগত মান ও পাইপের উপাদানের গুনগত মান তারা সরজমিনে তদন্ত করেন। উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জনস্বাস্থ্য কারীগরী দপ্তরের বিভিন্ন আধিকারিকরা।বৃহষ্পতিবার সদর ব্লকের খড়িয়া এলাকাতেও কেন্দ্রীয় প্রতিনিধি দল পরিদর্শন করেন। ন্যাশনাল ওয়াটার এন্ড স্যানিটেশন হাইজিন এক্সপার্ট শিষ্য পাল শেঠী ও শিশির বাসের উপস্থিত ছিলেন এই দলে বলে জনস্বাস্থ্য কারীগরী দপ্তর সূত্রে খবর মিলেছে।