উঃ ২৪ পরগনা, নিজস্ব সংবাদদাতাঃ- ২১ ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একটি ভাষার স্বাধীনতাকে কেন্দ্র করে দীর্ঘ লড়াই ও নতুন দেশের জন্ম এক অন্য ইতিহাস রচনা করেছিল। যা পরবর্তীতে এই গ্রহের সকল ভাষাভাষীদের অধিকারের স্বীকৃতি নিয়ে আসে। এদিন উত্তর ২৪পরগণার মধ্যমগ্রামে”ভাবনা জংশন”-এ আয়োজন করা হয়েছিল ভাষা দিবসের অনুষ্ঠান। যেখানে ২১ ফেব্রুয়ারি মিশে গেল ১৯ মে’র লড়াইয়ের সাথে। কথায়, কবিতায়, সংগীতে উঠে এলো জীবনের, সমাজের, মানুষের লড়াইয়ের জানা-অজানা নানা অধ্যায়। আর সেই সূত্রেই প্রকাশ পেল সমাজকর্মী, প্রকৃতিপ্রেমী মৃণাল বিশ্বাসের বই। ‘ভিটের টানে’। মোড়ক উন্মোচন করলেন নাট্য গবেষক আশিস গোস্বামী, বাংলাদেশের নান্দীমুখ নাট্য দলের কর্ণধার, প্রাবন্ধিক অভিজিৎ সেনগুপ্ত, সাংবাদিক আব্দুল অলিল । সাথে থাকলেন নবীন প্রবীণ প্রজন্মের শিল্পী সমাজকর্মীরা। যৌথ যাপনের পথ ধরে আবারও আমরা আরেক অধ্যায়ের খোঁজ করবো। যা ভাগ করে নেব সকলের সাথে। পৃথিবীর সব প্রান্তের প্রাণের ভাষা সমৃদ্ধ হোক নিজেদের চিন্তা চেতনার পথ ধরে।
সঙ্গীতে শ্রদ্ধা জানান উজান লোকগানের দলের প্রধান সুব্রত নট্ট, মলয় বিশ্বাস, পল্লব সিংহ তুর্য ও সঞ্চয়িতা বসু। সঞ্চালনায় ছিলেন অভীক ভট্টাচার্য।