ফুটবল ও ক্রিকেট প্রতিযোগিতা! অংশ নিল বিচারক ও আইনজীবীরা।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  কথায় বলে সব খেলা সেরা বাঙালির তুমি ফুটবল আর সেই ফুটবল খেলায় এবার অভিনব অংশগ্রহণ করলো সমাজের দুই স্তর যারা সারাদিন কর্মব্যস্ততার মধ্যে থাকে তারাই এবার ফুটবল খেলাতে অংশগ্রহণ করল। শুধু ফুটবল খেলা নয় সঙ্গে ক্রিকেট খেলা তো মেতে উঠলো আইনজীবী ও বিচারকেরা।
নদীয়ার রানাঘাট হ্যাপি ক্লাব ময়দানে আজ অনুষ্ঠিত হয় বিচারকদের সঙ্গে আইনজীবীদের সৌজন্যমূলক ক্রিকেট ও ফুটবল ম্যাচ। জেলা জজ শুভঙ্কর সেন উপস্থিত ছিলেন এবং এক ওভার ব্যাট ও করেন। এই খেলায় উপস্থিত ছিলেন রানাঘাট মহকুমা আদালতের এডিজে সৌমেন গুপ্ত, জে এম থার্ড কোর্ট বিচারক মহম্মদ নূর জামান খান সহ অন্যান্য বিচারক সহ আইনজীবী,ও ল ক্লার্ক বৃন্দরা।
একদিনের এই ফুটবল ও ক্রিকেট খেলা দেখতে বহু সাধারণ মানুষজন উপস্থিত ছিলেন পাশাপাশি যারা কর্মব্যস্ততায় সারাদিন থাকেন সেই সমস্ত বিচারকদের অন্য ভূমিকায় দেখে খুশি সাধারণ মানুষজন পাশাপাশি আইনজীবীরাও এই ক্রিকেট ও ফুটবল খেলাতে অংশগ্রহণ করতে পেরে খুশি হয়েছেন প্রায় সকলেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *