এক পুলিশ কর্মীর মৃত্যুতে শনিবার ময়নাগুড়ি থানার পুলিশের তরফ থেকে এই শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- অবসর গ্রহণের পূর্বেই চাকরিরত অবস্থায় এক পুলিশ কর্মীর মৃত্যুতে শ্রদ্ধাজ্ঞাপন করা হল। শনিবার ময়নাগুড়ি থানার পুলিশের তরফ থেকে এই শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। জানা যায় ময়নাগুড়ির হাসপাতাল পাড়ার বাসিন্দা তথা রাজ্য পুলিশের ডি আই বি বিভাগে কর্মরত ছিলেন মুকুল রায়। বর্তমানে তিনি ধুপগুড়ি থানায় এই বিভাগে কাজ করতেন। শুক্রবার শ্বাসকষ্ট জনিত সমস্যা বোধ করায় তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শনিবার সকালে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মুকুল বাবু। এক সময় ময়নাগুড়ি থানায় কর্মরত ছিলেন এই পুলিশ কর্মী। তার মৃত্যুতে শোকস্তব্ধ গোটা ময়নাগুড়ি। সেই কারণে শনিবার সেই মরদেহ ময়নাগুড়ি থানায় নিয়ে আসলে ময়নাগুড়ি থানার পুলিশের তরফ থেকে গার্ড অফ অর্নার দেওয়া হয়। দুই মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত ছিলেন ডিএসপি ক্রাইম রুদ্র নারায়ণ সাউ বলেন, “খুবই দুঃখজনক একটি ঘটনা। গতকাল মুকুলবাবু অসুস্থ ছিলেন। আজকে সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজকে খবরটি পাওয়ার পর ময়নাগুড়ি থানায় নিয়ে আসা হয় এবং শেষ শ্রদ্ধা জানানো হয়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *