এগরার দলঅলুয়া সমবায় সমিতির নির্বাচনে বিপুল ভোটে জয়ী তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা।

0
230

পূর্ব মেদিনীপুর-এগরা, নিজস্ব সংবাদদাতা: – চব্বিশের লোকসভা নির্বাচনের আগে জয়জয়কার ঘাসফুল শিবির। ধরাশায়ী গেরুয়া শিবির। পূর্ব মেদিনীপুর জেলার এগরার দলঅলুয়া সমবায় সমিতির নির্বাচনে বিপুল ভোটে জয়ী তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা। সমবায় সূত্রের খবর, দলঅলুয়া সমবায় সমিতিতে ৫০টি আসনের মধ্যে ৪৩টি আসন পায় তৃণমূল শিবির৷ মাত্র ৭টি আসন পায় বিজেপি। মোট ভোটার ১২৬৪। ভোট পড়েছে ১২৫০। এদিন বিকেলে জয়ের পর উচ্ছ্বসিত ঘাসফুল শিবির। তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকেরা সবুজ আবির উড়িয়ে ও মিষ্টি মুখ করে আনন্দে মেতে ওঠেন। পাশাপাশি জয়ী প্রতিনিধিদের অভিনন্দন জানিয়েছেন এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি, কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি পিজুস কান্তি পন্ডা, এগরার পুরপ্রধান স্বপন কুমার নায়ক ও এগরা শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি উদয় শঙ্কর পাল এবং সমবায় সমিতির প্রাক্তন সম্পাদক প্রদীপ পন্ডা, কাউন্সিলর জয়ন্ত সাহু শেখ সুরজ আলি, বিমল প্রহরাজ ও যুব নেতা গৌতম বেরা প্রমুখ। এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি জানিয়েছেন, এটা মানুষের জয়। এগরা পুরসভার মানুষ যে তৃণমূলের সঙ্গে আছে এর থেকেই তা প্রমাণিত। আগামী লোকসভা ভোটেও এগরা থেকে বিপুল সংখ্যক ভোট আমরা লিড পাব। কিন্তু তৃণমূল গুরুত্ব দিচ্ছে না গেরুয়া শিবির। কাঁথি সাংগঠনিক জেলা যুবমোর্চার ইনচার্জ অরুপ দাশ জানিয়েছেন, সমবায় সমিতির নির্বাচন দেখে লোকসভার জাজমেন্ট করা যায় না। ছাপ্পা ও র‍্যাগিং করে তৃণমূল ভোটে জিতেছে। আগামী লোকসভা ভোটে এগরার মানুষ বিজেপিকেই সমর্থন করবে বলে দাবি অরুপ দাশের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here