কাউন্টার ভাঙার অভিযোগ উঠল আইএনটিটিইউসির জেলা সহ সভাপতি তথা প্রভাবশালী তৃণমূল নেতা রাকেশ শীলের বিরুদ্ধে।

0
159

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, ২৫ ফেব্রুয়ারি: – তৃণমূল শ্রমিক নেতার দাদাগিরি। রাতের অন্ধকারের বালুরঘাট বাস স্ট্যান্ড চত্বরে এক মালিকের বাস টিকিট কাউন্টার ভাঙার অভিযোগ উঠল। অভিযোগের তীর আইএনটিটিইউসির জেলা সহ সভাপতি তথা প্রভাবশালী তৃণমূল নেতা রাকেশ শীলের বিরুদ্ধে। এনিয়ে গতকাল রাতেই বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করে বাস কাউন্টারের মালিক তনু সরকার। অন্যদিকে ওই তৃণমূল নেতার তরফে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ পেতেই পুরো ঘটনার তদন্তে নেমেছে বালুরঘাট থানার পুলিশ।

জানা গেছে, অভিযোগকারী তনু সরকারের মিনতি জোয়াদ্দারের কাছ থেকে ১৫-১৬ বছর আগে ঘরটি ভাড়া নেন। তারপর থেকে সেখানে দিন দোকান করছেন। এদিকে বছর দিনের আগের রাকেশ শীল সেই বাড়িটি কেনেন। দোকান ঘর সরানোর জন্য চাপ ও হুমকি দেওয়া তাকে। অন্য জায়গার জন্য দোকানের কোন পজিশন দেওয়া হচ্ছিল না। রাকেশ শীল নিজের দোকান ঘর বিক্রি করতে চাইছিলেন। সেটার জন্য তিনি বেশি টাকা চাইছিল। এর প্রতিবাদ করায় রাতের অন্ধকারে টিকিট বুকিং কাউন্টার দোকান ভেঙে দেওয়া হয়েছে। যদিও তৃণমূল নেতার দাবি, ওই জায়গার সঙ্গে লাগানো বাড়ি আমি কিনে নিয়েছি। বিকল্প জায়গা দেখতে বললেও তারা দেখেনি। আমার জায়গায় কাজ করাতে গেলে আমার স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করা হয়। কাউন্টার ভাঙার যে অভিযোগ তুলছে তা পুরোপুরি মিথ্যে অভিত্তিহীন। নিজেই কাউন্টার ভেঙে আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করছে। এ নিয়ে আমিও থানায় অভিযোগ দায়ের করেছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here