পুরাতন মালদহের সাহাপুর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ডেকোটার ব্যবসায়ীর মাথায় হাত।

0
51

নিজস্ব সংবাদদাতা, মালদা, ২৫ ফেব্রুয়ারি:-  শনিবার রাতে পুরাতন মালদহের সাহাপুর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ডেকোটার ব্যবসায়ীর মাথায় হাত। অগ্নিকাণ্ডে ভম্মীভূত ডেকোটারের নাম সমর দাস , বাড়ি সাহাপুর এলাকায়। জানা যায় শনিবার রাত্রিতে সমর দাস বাড়ির সংলগ্নই ছিল তার প্যান্ডেলের সামগ্রিকের একটি গোডাউন ঘর আর সেই গোডাউন ঘরে সমর বাবুর প্যান্ডেল ডেকোরে সামগ্রিক সেইখানে রাখতে । সমর বাবু শনিবার রাত্রিতে বাড়িতে ঢুকেন, এরপর কিছুক্ষণ পরে তার প্যান্ডেলের সামগ্রিক গোডাউনের দিকে একটি আওয়াজ পেলে , এরপর সমর বাবু তার গোডাউনের দিকে এগিয়ে গেলে দেখে তার গোডাউন সামগ্রিক ঘড়ে দাউ দাউ করে আগুন জ্বলছে , এই দেখে তার চক্ষু চড়ক গাছ হয়ে পড়ে। এরপর অগ্নিকাণ্ডের ঘটনার বিষয়ে দমকল বাহিনীকে খবর দিলে পরে , দমকল বাহিনী একটি ইঞ্জিন এসে অবশেষে আগুন নিমন্ত্রণ নিয়ে আসেন। অগ্নিকাণ্ডের সেরকম কোনো হতাহতের খবর নেই। ডেকোরেটরের ব্যবসায়ী সমর বাবু জানান তার ডেকোটার প্যান্ডেলের সামগ্রিক গোডাউনের অগ্নিকাণ্ডে ভম্মীভূতে ক্ষয়ক্ষতি হয় ২০ লক্ষাধিক টাকা বলে জানান। স্থানীয় পঞ্চায়েত শুভঙ্কর দাস বলেন আমি এখানে বাস করি আমার জ্ঞান থাকা সত্ত্বেও এই ধরনের ঘটনা ঘটেনি কোনদিনও তবে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি কেউ বা কাহারা চক্রান্ত বা শত্রুতা করে দুষ্কৃতীরা এ ঘটনা ঘটিয়েছে। এ বিষয়ে ওল্ড মালদা থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন ডেকোটারস ব্যবসায়ী ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here