প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : – সন্দেশখালিতে মহিলাদের উপর অত্যাচারের প্রতিবাদে মশাল মিছিল হলো সাঁকরাইল সারেঙ্গায় । সন্দেশখালিতে মহিলাদের অত্যাচার এবং শাহজাহানকে গ্রেফতারের প্রতিবাদে মশাল মিছিল হলো সাঁকরাইল এক নম্বর মন্ডলের পক্ষ থেকে। সাঁকরাইল এক নম্বর মণ্ডলের পক্ষ থেকে সারেঙ্গা কেডিটি পোল হইতে মানিকপুর বিজেপি পার্টি অফিস পর্যন্ত মশাল মিছিল করলো বিজেপির নেতৃত্ব বৃন্দ। উপস্থিত ছিলেন বিজেপির জেলা কিষান মোর্চার সম্পাদক বিধান চন্দ্র সামন্ত, সাঁকরাইল এক নম্বর মন্ডল সভাপতি সঞ্জীব নস্কর, সারেঙ্গা পঞ্চায়েতের প্রধান সুজাতা টকাল, এলাকার বিভিন্ন বিজেপি নেতৃত্ববৃন্দ মহিলা বৃন্দ এবং একনিষ্ঠ কর্মীবৃন্দরা উপস্থিত ছিলেন মিছিলে।