নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- ফের চিতা বাঘের হামলা। ঘটনায় গুরুতর জখম হয়েছেন এক ব্যাক্তি। তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে ফালাকাটা ব্লকের জটেশ্বর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের দলগাঁও বস্তি কার্জিপাড়া এলাকায়। এদিন সকালে বাড়ির পাশে নদীর পাড়ে গরু নিয়ে যাচ্ছিলেন গোড়াচাঁদ কার্জি। তখনই তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে চিতাবাঘটি। আশেপাশের লোকজনের তৎপরতায় প্রাণে বেঁচেছেন গোড়াচাঁদ।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বাড়ির পাশে নদীর পাড়ে গরু নিয়ে যাচ্ছিলেন গোড়াচাঁদ কার্জি। সেই সময় পাশের একটি বাঁশ ঝাড়ে ঘাপটি মেরে বসে ছিল চিতাবাঘটি। তা গোড়াচাঁদের নজরে আসেনি। এরপর আচমকা গোড়াচাঁদের ওপর ঝাঁপিয়ে পড়ে চিতাবাঘ। আচমকা চিতা বাঘের হামলার ফলে গোড়াচাঁদের বুকে হাতে এবং পায়ে গভীর ক্ষত তৈরি হয়েছে। তাঁকে চিকিৎসার জন্য বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই দিনের ঘটনার ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে ওই এলাকায়।
Home রাজ্য আলিপুরদুয়ার জটেশ্বর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের দলগাঁও বস্তি কার্জিপাড়া এলাকায় চিতা বাঘের হামলা,...